ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মো. কবির আলম (৩২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) ভোরে শহরের শিমরাইল কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির আলম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল করিমের ছেলে।
কবির আলম শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের পাশে স্ত্রী-সন্তানদের নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার বলেন, কবির আলম ঢাকার বঙ্গ বাজারে কাপড়ের ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আসেন। কবির আলম শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন ভোরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করার সময় শিমরাইল কান্দি এলাকায় কবির আলম ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েছেন তা জানা যাচ্ছে না। কবির আলমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ময়নাতদন্তের পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করব।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১