সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সোমবার বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে সংক্ষিপ্তভাবে ব্রিফ করবেন।
বিকাল সাড়ে ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দীন পৃথক ব্রিফিং করবেন।
বিক্রম মিসরি সোমবার সকালে ঢাকায় ফরেন অফিস কনসালটেশনসহ বেশ কয়েকটি বৈঠক করতে ঢাকায় আসেন। সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে সৃষ্ট পারস্পরিক উদ্বেগ নিরসনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে সফরটিকে।
পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান মহাপরিচালক (দক্ষিণ এশিয়া উইং) ইশরাত জাহান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দ্বিপক্ষীয় ইস্যুতে বাংলাদেশ-ভারতের এফওসি বৈঠক অনুষ্ঠিত