ভারতের নয়া দিল্লিতে আন্তুর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, একক বক্তব্য প্রদান ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নয়া দিল্লিতে 'ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চিন্তাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: রমজানে দেশে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারতকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ
সফরকালে প্রথম দিন বুধবার সন্ধ্যায় দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে ও তার আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান।
বৃহস্পতিবার নয়াদিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের এক দশক’ শীর্ষক একক বক্তব্য দেন ড. হাছান।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্যে বাংলাদেশ ও ভারতের জনমানুষের সম্পর্ক, রাজনীতি, বাণিজ্য, সন্ত্রাসদমন, বিদ্যুৎ ও জ্বালানি, শান্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা, রোহিঙ্গা, মিয়ানমারসহ দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক নানা বিষয়ে দেশের অবস্থান ও ভারতের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলোর বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
আরও পড়ুন: নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি