ভারতে নবীজির সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জের ধরে বাগেরহাটের চিতলমারীয় রবিবার বিক্ষুব্ধ মুসলিম জনতা হিন্দু বাড়িতে হামলা করেছে বলে খবর পাওয়া গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক ইউএনবিকে জানান, উপজেলার চিংগাড়ী গ্রামে দীপক শর্মার (৩৩) বাড়িতে এই দিন দুপুর ২টার দিকে একটি দল হামলা চালায়। এসময় এসময় বাড়ির লোকজন কৌশলে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়ায় কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, হামলাকারীরা পরে কুনিয়া এলাকায় একটি রাস্তা অবরোধ করে কিন্তু পুলিশ দীপক সরকার আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে হামলায় হেড মাঝি নিহত
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে ভারতে নবীজিকে নিয়ে কুটুক্তির বিষয় টেনে কুনিয়া বাজারের একটি চায়ের দোকানে দীপক সরকারের সঙ্গে স্থানীয় কয়েকজন মুসল্লির কথা কাটাকাটি হয়।
এসপি আরিফুল হক জানান, পাশ্ববর্তী জেলা গোপালগঞ্জে মানববন্ধন অংশ নিয়ে ফেরার পথে কিছু বিক্ষুব্ধ মুসল্লি ওই বাড়িতে হামলা চালায়।
দীপক সরকারের প্রতিবেশী ৭০ বয়সী বিমল সরকার জানান, শতাধিক মুসল্লি এক যোগে এসে দীপক সরকারের বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা ওই বাড়ির একাংশে অগ্নিসংযোগ করে। বাড়িতে মুসল্লিদের ঢুকতে দেখে দীপকসহ তার বাড়ির লোকজন কৌশলে মুসলিম প্রতিবেশী আনিস রহমানের বাড়িতে আশ্রয় নেয়।
আরও পড়ুন: মিরসরাইয়ে র্যাবের ওপর হামলার ঘটনায় আটক ১৩
লেনিন মজুমদার, বিভা রানী দীপকের কয়েকজন হিন্দু প্রতিবেশী জানান, হামলার পর থেকে তারা খুবই আতঙ্কিত।