বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবীতে আন্দোলন নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৫ মে) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান, মাইনুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী শাহেদুল জামান।
তারা জানান, আগে ২২ দফা দাবিতে আন্দোলন করলেও উপাচার্য তা মানেননি। বরং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে দমন-পীড়নের চেষ্টা করেছেন।
আরও পড়ুন: কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান
ভিসি শরমিন বিরুদ্ধে ক্যাম্পাসে ফ্যাসিবাদ কায়েম করার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে মুচলেকা দেওয়াতে বাধ্য করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে ভিসির অপসারণই তাদের একমাত্র দাবি বলে জানান ববির শিক্ষার্থীরা। আজ (সোমবার) অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মিছিল বের করেন এবং ভিসির অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।