কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে রেল মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় রেলপথ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদের নেতৃত্বে সাত সদস্যের তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করে।
তদন্ত কমিটির আহ্বায়ক হাসান মাহমুদ বলেন, দুর্ঘটনার পর রেলপথ মন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটির সদস্যরা আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছি।
তিনি বলেন, প্রত্যেকটা বিষয়ে আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুর্ঘটনার কারণ শনাক্ত করা হবে বলেও জানান তিনি।
তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ.এম সালাউদ্দিন, যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. হানিফ, মো. তৌফিক ইমাম, অতিরিক্ত সিএসটি (টেলিকম) মো. সাহাদুজ্জামান, ঢাকা বিভাগীয় মেকানিক্যাল অফিসার ডা. রিপন চন্দ্র দাস প্রমুখ।
উল্লেখ্য, ২৩ অক্টোবর বিকাল ৩টা ৪০ মিনিটে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী কন্টেইনারবাহী দুই ট্রেনের সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
এ ঘটনায় ইতোমধ্যে মালবাহী ট্রেনের চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত যাত্রী নজরুল ইসলামের ভাই বিল্লাহ হোসেন সাময়িক বরখাস্ত তিনজনের নামে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।