টাঙ্গাইলের মধুপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য ও ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
নিহতেরা হলেন- জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ ফাড়ির কনস্টেবল নুরুল ইসলাম, পুলিশ কনস্টেবল সোহেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লাল মিয়া।
নিহত নুরুল ইসলামের বাড়ি ময়মনসিংহ সদর থানার দাপুনিয়া গ্রামে এবং সোহেল রানার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২
পুলিশ জানায়, জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম এক ধর্ষণ মামলার দুই আসামি লালন মিয়া ও আব্দুল লতিফকে নিয়ে মাইক্রো করে ডিএনএ টেস্ট করানোর জন্য ওই দিন ভোরে ঢাকা যান। ডিএনএ টেস্ট শেষে ঝড়ো হাওয়ার মধ্যে টাঙ্গাইল হয়ে জামালপুর ফেরার পথে মধুপুর উপজেলার গোলাবাড়ী বাসস্ট্যান্ডে বিপরীতগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়ানো অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ছয়জন আহত হয়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। এসময় পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম, পুলিশ কনস্টেবল সোহেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লাল মিয়াকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। এ সময় গুরুতর আহত এসআই আজিজুল ইসলাম, ধর্ষণ মামলার অপর আসামি আ. লতিফ এবং মাইক্রোচালক সাইফুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬