ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেনের একটি বগি কেওয়াটখালী এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ায় ময়মনসিংহ ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
উদ্ধার কাজ শুরু করা হয়েছে জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, সকাল পৌনে আটটার পর ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেন কেওয়াটখালী এলাকায় গেলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে ময়মনসিংহ ভৈরব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
আরও পড়ুন: গাজীপুরে বগি লাইনচ্যুত: সাড়ে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক