ময়মনসিংহ-৯ (নান্দাইল উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব.) আবদুস সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
সোমবার (১৮ ডিসেম্বর) তার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানিতে এ রায় দেওয়া হয়।
বিবাদিপক্ষের আইনজীবী বশির উল্লাহ জানান, বিচারপতি মো. আবু তাহের ও বিচারপতি মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এখন কোনো আইনি বাধা নেই।
বর্তমান সংসদ সদস্য এবং এ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদিন খান তুহিন যাচাই-বাছাইয়ের আগে ময়মনসিংহের জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার (আরও), দিদার-ই-আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে সালামের প্রার্থিতা বাতিল চেয়ে একটি আপিল জমা দিয়েছেন।
আপিলে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঋণখেলাপি।
৩ ডিসেম্বর, আগে জমা দেওয়া নথিপত্র যাচাই-বাছাই করে রিটার্নিং অফিসার তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
এতে ক্ষুব্ধ হয়ে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন সালামের প্রার্থিতা বাতিল চেয়ে ইসির কাছে আবেদন করেন। গত বৃহস্পতিবার সালামের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে ইসি।
আজ এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখেন।