সরকারিভাবে মসজিদ রেজিস্ট্রেশন কিংবা খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের বিষয়ে বর্তমানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি একটি অসাধু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে, যার মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত
এ বিষয়ে খতিব-ইমাম, আলেম-ওলামা, সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক এবং জেলা কার্যালয়ের উপপরিচালকদের সংশ্লিষ্ট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ধরনের গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে দায়িত্বশীল আচরণ করতেও অনুরোধ করা হয়েছে।