রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে বৃহস্পতিবার বিকালে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিরলসভাবে কাজ করছে।
এ ছাড়া, টাওয়ারের ভেতরে কেউ আটকা পড়লে উদ্ধারের জন্য টাওয়ারের গ্লাস ভাঙার জন্য ঘটনাস্থলে দুটি টার্নটেবল ল্যাডার (টিটিএল) নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, বিকাল ৫টার দিকে ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন
ফায়ার সার্ভিসের কর্মীরা সাতজনকে জীবিত উদ্ধার করেছেন।
তিনি বলেন,এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
অগ্নিকাণ্ডের কারণে মহাখালীর আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন: মহাখালীতে বহুতল ভবনে আগুন