মাগুরায় স্ত্রী সোনালী খাতুন ওরফে স্বর্ণালী(৩৮) হত্যা মামলায় পলাতক আসামি স্বামী মিজানুর রহমানকে (৪০) তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।
জানা যায়, গত ১২ জুলাই সকালে শালিখা উপজেলার হরিশপুর গ্রামের হোগলাডাঙ্গা গ্রামের মৃত লতিফ মোল্যার ছেলে মিজানুর তার স্ত্রী সোনালী খাতুনকে লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে, সোনালী খাতুনের মৃত্যু হলে স্বামী পালিয়ে যায়। এরপর নিহত সোনালীর ভাই দাউদ বাদী হয়ে শালিখা থানায় একটি হত্যা মামলা করেন৷
এরপর, গতকাল ফরিদপুর জেলার সালথা থানার মাঝারিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের লালন মাতাব্বররের বাড়ি থেকে মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ৷
এ বিষয়ে ওসি ওলি মিয়া জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আজ আদালতে তোলা হয়েছে।