বুধবার সকালে জেলার শিবালয়ের আলোকদিয়া চর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ বলেন, ভোর ৬টার দিকে যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে তিনটি নৌকা থেকে সাতজন জেলেকে আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে একটি মাছ ধরার নৌকা আটকের চেষ্টাকালে ওই নৌকার জেলেরা লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এসময় আশপাশে থাকা আরও কয়েকটি মাছধরার নৌকা এসে পুলিশ সদস্যদের বহনকরা স্পিডবোট ঘিরে ফেলে।
ওই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন তিনি।
শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজন জেলেকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য তিনজনের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।