চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং এ ট্রেন ও বালুভর্তি ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে রেল ক্রসিংয়ের গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: চাকরি না পেয়ে হতাশায় যুবকের ‘আত্মহত্যা’, গ্রেপ্তার ১
গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৪০) জামালপুরের দেওয়ানগঞ্জ থানার হরকালকারচর এলাকার শহীদুল হকের ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকামুখী লেনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু বোঝাই ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক চালকের সহকারী মোরসালিন (১৯) নিহত ও চালক শামসুল আলম (৪০) আহত হন।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান আনোয়ার ঘটনার সময় ঘুমে ছিলেন। মূলত তার দায়িত্ব অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছিল।