পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার সকাল ৭টার দিকে প্রধান বিচারপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে সকাল ৮টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সাম্প্রতিক ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।