স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লবের নামে মুক্তিযোদ্ধা হত্যার সঙ্গে জড়িতদের বাংলাদেশের মাটিতেই বিচার করা হবে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধার পরিবার '৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবসের আলোচনা' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে আমাদের আশা দিয়েছেন। আমরা এটাও বিশ্বাস করি, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তাদেরও এদেশে বিচারের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘সেদিন যেসব সৈনিক ও মুক্তিযোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তাদের লাশ কোথায় দাফন করা হয়েছে তা তাদের পরিবারও জানে না।
‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। বিচার শেষে মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে। কিন্তু এসব পরিবার তাও পায়নি। তাই আজ তারা বিচার চাইছে। আমরা আশা করি, তারা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে বেঁচে থাকবে,’ মন্ত্রী আরও যোগ করেন।
এশিয়াটিক সোসাইটির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।