সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ।
রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত নৌ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
ডিআইজি আতিকুল বলেন, ‘নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন স্থানে আমরা অভিযান চালাই। অভিযানে মোট ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল, চারটি সুতার ববিন এবং ছয়টি লোহার রোল জব্দ করা হয়।’
এর মধ্যে ৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার ববিন ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। বাকি ৫ কোটি মিটার কারেন্ট জাল নিয়মিত মামলা করার জন্য রাখা হয়েছে।
অভিযানে কাউকে আটক করা যায়নি বলে ডিআইজি আতিকুল জানান।