ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এএমএ মুহিতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
হাইকমিশন জানায়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হাইকমিশন তাকে একজন বিশিষ্ট লেখক, দক্ষ অর্থনীতিবিদ ও বিচক্ষণ রাজনীতিক হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেছে।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘ অসুস্থতাজনিত কারণে মুহিত মারা যান বলে ইউএনবিকে জানান তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী অর্থমন্ত্রীদের একজন এবং আওয়ামী লীগের উন্নয়ন যুগের প্রধান স্থপতি। তিনি টানা ১০ বছর জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন।
২০২১ সালের ২৫ জুলাই তিনি করোনা আক্রান্ত হন এবং এর সঙ্গে লড়াই করেছিলেন। তারপরে মার্চ মাসে বার্ধক্যজনিত কারণে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।