উন্নত জীবন ও ভালো কাজের আশায় সাগরপথে ইউরোপের পাড়ি জমিয়ে ভূমধ্যসাগর মৃত্যুর মুখোমুখি হওয়া পাঁচ বাংলাদেশি দেশে ফিরছেন।
আগামীকাল ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তারা।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় নিজের দেশে ফিরছেন তারা।
ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম হেড শরিফুল ইসলাম।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার মুখে অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণে অনুমতি দিল কলোম্বিয়া
পাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন পাঁচ বাংলাদেশি। ভয়ংকর মানব পাচারচক্র তাদেরকে মাফিয়ার হাতে তুলে দিয়েছিল। তাদের পরিবারের কাছ থেকেও আদায় করা হয় মুক্তিপণ।
ভুক্তভোগী বাংলাদেশিরা হলেন- মুন্সিগঞ্জের মোস্তাকিন সরকার, শেরপুরের মোজাম্মেল হক ও মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার এবং ইয়াসিন হাওলাদার।
দীর্ঘ আইনি লড়াই শেষে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও আলজেরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরছেন তারা।
এর আগে, ২০২৪ সালের অক্টোবর মাসে ব্র্যাক ও টিআইপি (ট্রাফিকিং পারসনস) হিরো নেটওয়ার্কের সহায়তায় একই ধরণের অপরাধের শিকার আরও আট বাংলাদেশি ফিরেছেন।
আরও পড়ুন: শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে পৌঁছে দিল মার্কিন উড়োজাহাজ