জামালপুরে স্ত্রী হত্যা মামলার দায় থেকে বাঁচতে মৃত সেজে ৬ বছর আত্মগোপনে থাকার পর আসামি মো. ওসমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গাইবান্ধা জেলার সাঘাটা থানার যমুনার দুর্গম চর থেকে তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা পুলিশ। তিনি ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের বাচ্চু ফকিরের পুত্র।
গ্রেপ্তারের আগে আদালতে ওসমান আলীকে মৃত দেখিয়ে ৬ বছর পালিয়ে থাকেন ওসমান আলী ওরফে ওসমান (৩৫)।
আরও পড়ুন: স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুমিল্লা থেকে পলাতক আসামি গ্রেপ্তার
বুধবার রাতে জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য তুলে ধরা হয়।
জানা যায়, ২০১২ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় তার স্ত্রী লাকী বেগমের কাছে ১ হাজার টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে। এ ঘটনায় ২০১২ সালের ২১ আগস্ট লাকী বেগমের বাবা মোঃ আব্দুর রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার বিচার চলাকালে আসামির পক্ষ জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে অবহিত করেন যে ২০১৭ সালের ১০ এপ্রিল আসামি ওসমান কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ তাকে গ্রেপ্তারের পর রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।