দেশে বাস্তবায়নাধীন মেগা প্রকল্প নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় বলেছেন, ঋণ যেন বোঝা না হয় সেজন্য তার সরকার সতর্ক রয়েছে।
তিনি বলেন, ‘এই (মেগা) প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতির চেহারা পাল্টে যাবে। আমরা দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিচ্ছি। তবে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে যেন সেগুলো বোঝা হয়ে না যায়।’
বুধবার বাংলা নববর্ষের পহেলা বৈশাখের প্রাক্কালে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করেছে।
জাতি ঐতিহ্যগত সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে বৃহস্পতিবার পহেলা বৈশাখ-১৪২৯ উদযাপন করবে।
মেগা প্রকল্প সম্পর্কে শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। কেননা এর জন্য কোনো ঋণ নেয়া হয়নি। অন্যান্য মেগা প্রকল্প দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অর্থনৈতিক গবেষণার মাধ্যমে হাতে নেয়া হয়েছে। আর বিদেশি অংশীদারিত্বের ভিত্তিতে অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।