বাগেরহাটের মোংলা থেকে ১৫ কেজি গাঁজা বহনের সময় এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার(৬ এপ্রিল) ভোরে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমেট গ্রামের বিল্লাল হকের বাড়ির রান্না ঘর থেকে ওই গাঁজা উদ্ধার করে পুলিশ।
এসময় মাদক কারবারি ফাতেমা বেগমকে আটক করে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ নিয়ে ৫ মাসে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ প্রায় ২০০ কেজি গাঁজা এবং ৬০ জন মাদক কারবারিকে আটক করে।
আটক ওই মাদক কারবারিদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বাগেরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, বিল্লাল হকের বাড়ির রান্না ঘরে অভিযান ১৫টি পোটলা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয় মাদক কারবারি ফাতেমা বেগমকে। তবে ফাতেমার স্বামী বিল্লাল হক পালিয়ে যায়।
ফাতেমা বেগম ও তার স্বামী বিল্লাল পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি।
ওসি স্বপন কুমার রায় আরও জানান, ফাতেমা বেগম ও তার স্বামী বিল্লাল হককে আসামি করে মোংলা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি স্বপন কুমার রায়ের দেওয়া তথ্যমতে, ডিবি পুলিশ গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ৬০ জনকে আটক করে।
এছাড়া ইয়াবা, ফেনসিডিল, মদসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়। এছাড়া ১৬ লাখ টাকা মূল্যোর বিভিন্ন জাল নোট এবং জাল টাকা তৈরির মেশিনসহ একজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: হবিগঞ্জে ৩১ কেজি গাজা জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার