শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোভিড-১৯ এর সতর্কতার কারণে যে কেউ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দল থেকে বাদ পড়তে পারেন।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
এসময় দীপু মনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক বা সংসদ অধিবেশনে যোগ দেয়ার আগে তারা কোভিড-১৯ পজিটিভ হওয়ার আশঙ্কায় সর্বদা উদ্বিগ্ন থাকেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে তার সঙ্গে যাননি।
দীপু মনি বলেন,‘আমরা এমন (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে আছি।’
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে যাননি।’
আরও পড়ুন: শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল
সোমবার পররাষ্ট্র মন্ত্রলায়ের এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘তিনি (পররাষ্ট্রমন্ত্রী) অসুস্থতা বোধ করায় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন না।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের (৫-৮ সেপ্টেম্বর) সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৯ সালে করোনা মহামারির আগে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছিলেন।
বাংলাদেশ সরকার বলছে, এবারের সফরটি বাংলাদেশ ও ভারতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে, এই সফরের মধ্য দিয়ে দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক আস্থা ও বোঝাপড়া সহ বহুমাত্রিক সম্পর্ককে গভীর হবে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে আর কোন শরণার্থী নয়: পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারকে সতর্ক করেছে সরকার: মর্টার শেল ছোড়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী