নেত্রকোণার মোহনগঞ্জে নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মতি মিয়া (৬০) নামে এক মুসল্লি নিহত হয়েছে। উপজেলার ৫নং সমাজ-সহিলদেও ইউনিয়নের কেওয়ারদীঘি গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার রাতে অলিউল্লাহ্, নিজাম ও কাঞ্চন নামে তিনজন আসামিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে নেত্রকোণা কোর্টে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে নিহত মতি মিয়ার ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, নামাজের খুৎবা পড়াকে কেন্দ্র করে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক মেম্বার নূরুল ইসলাম ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু শাহীন আকন্দের লোকজনের মাঝে বাকবিতন্ডা হয়। এরই জেরে সৃষ্ট সংঘর্ষের সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু শাহীন আকন্দের চাচা মতি মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মতি মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, মুসল্লি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।