রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দু-একদিনের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।
বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) দুপুরে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় জড়িত নাশকতাকারীদের নাম ও ছবি তারা পেয়েছেন বলে দাবি করেন তিনি। তারা সবাই নজরদারিতে রয়েছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: রাজনৈতিক সহিংসতা-নাশকতার অভিযোগে ৭ জন গ্রেপ্তার : র্যাব
তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের পর দেশের সব রেলস্টেশন বিশেষ করে কমলাপুরের নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাবের ডগ স্কোয়াড, সুইপিং ও গোয়েন্দা নজরদারি চলছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
কারো কাছে নাশকতার কোনো তথ্য থাকলে তা র্যাবকে জানানোর জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।