সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে সব মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে থাকবে।
বৃহস্পতিবার রাতে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রায় ৩ বছর পর নির্বাচনী এলাকায় ওবায়দুল কাদের
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “তাদের নেতা কে? বিএনপি সরকার গঠন করলে সরকার প্রধান কে হবে?
কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিন্তু অনেক বিশৃঙ্খলার পর।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বে প্রশংসিত। সুতরাং বিএনপিকে নির্বাচনে ফেরাতে বিদেশের কাছে নালিশ করতে হবে কেন? সংবিধান অনুযায়ীই যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিদেশে আ’লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই: কাদের
আলোচনা সভায় ওবায়দুল কাদের আওয়ামী লীগ সরকারের আমলে ফেনী ও দেশের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে বিএনপিকে কটাক্ষ করেন।