শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. গোলাম রব্বানী শেখ এ তথ্য জানান।
আটকৃতরা হলেন- সদর উপজেলার সিরাজ সিংহ গ্রামের আব্দুল হক গাজী (৭০) ও তার ছেলে আব্দুল হালিম গাজী (৪৫)।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে মোজাম গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার ছেলে আব্দুল হালিম গাজীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে বাড়ির পাশের একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
যার মধ্যে রয়েছে- দুটি বন্দুক, একটি ওয়ান স্যুটার গান, ২টি পাইপগান, ৩৭ রাউন্ড শর্টগানের গুলি, ৫ রাউন্ড এসএমজির গুলি, ৩০ রাউন্ড ৯ এমএম ও ৭.৬৫ বন্দুকের গুলি।
উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে বাবা-ছেলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজীসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতো দাবি করে পুলিশ কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে পুলিশ সুপার (এসপি) এম এ হাদী, সহকারী পুলিশ সুপার (এএসপি) অপু, আবু নাসের, যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।