যশোরে কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় এডিডি ইন্টারন্যাশনাল আয়োজিত বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) শনিবার যশোরের বাঁচতে শেখার অডিটোরিয়ামে কমিক রিলিফ এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডা: মো: মাসুদ রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ডা: মো: মেহেদী হাসান, মনোবিজ্ঞানী ব্রাক ঢাকার দীপক চন্দ্র সরকার, প্রকল্প ব্যবস্থাপক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্প এডিডি ইন্টারন্যাশনাল আব্দুল্লাহ- আল হারুন, টেকনিক্যাল কো-অডিনেটর ও ক্লিনিকাল সাইকোলজিস্ট কমিউনিটি বেজ ও মেন্টাল হেলথ প্রজেক্ট এডিডি ইন্টারন্যাশনাল ফারজানা আহমদ, ফিল্ড ফ্যাসিলিটেটর এডিডি ইন্টারন্যাশনাল নাদিয়া ইসলাম এবং জেলা এনজিও সমন্বয়কারী যশোর শাহ জাহান নান্নু।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ছিলেন শাপলা, রাশিদা, করুণা, ফাতেমা, শাহনারা ও তোফাজ্জেল, যারা বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্যাম্পে আগত প্রায় ৮০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ডা: মো: মেহেদী হাসান এবং মনোবিজ্ঞানী ব্রাক ঢাকার দীপক চন্দ্র সরকার।
এডিডি ইন্টারন্যাশনালের উদ্যোগে ২০২০ সাল থেকে এ ধরনের প্রায় ৫০টি বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে ২৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।