বুধবার ভোররাতে মণিরামপুরের নেহালপুর সড়কের সাতনল জোড়া ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
‘বন্দুকযুদ্ধে’ নিহত বিল্লাল হোসেন (১৯) মণিরামপুরের ফেদায়পুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পরে ফেদায়পুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে অপহৃত স্কুলছাত্র জাহিদ হোসেনের (৯) লাশ সিলিমপুর ব্রিজের নিচ থেকে উদ্ধার করে পুলিশ।
মনিরামপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহত বিল্লাল গত ৬ জানুয়ারি মনিরামপুরের গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র জাহিদ হোসেনকে বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠ থেকে অপহরণ করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দাবিকৃত মুক্তিপণের টাকা মঙ্গলবার দুপুরে কেশবপুরের একটি বিকাশের দোকানে আনতে গিয়ে পুলিশের হাতে আটক হয় বিল্লাল। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত পৌনে ৩টায় মণিরামপুরের নেহালপুর সড়কের সাতনল জোড়া ব্রিজের কাছ থেকে স্কুলছাত্র জাহিদ হোসেনকে উদ্ধার করতে যায় পুলিশ।
পুলিশের দাবি, এ সময় আগে থেকে ওতপেতে থাকা বিল্লালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে বন্দুকযুদ্ধে বিল্লাল নিহত হয় এবং বিল্লালের সহযোগীরা সেখান থেকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় জানিয়ে ওসি শহীদুল জানান, নিহত স্কুলছাত্র জাহিদ ও বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।