ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
তিনি বলেন, ‘ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের বিষয় নয়। তাই দেশ ও জনগণের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।’
বড়দিন উপলক্ষে বঙ্গভবনের গ্যালারি হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা অনুষ্ঠানের আয়োজন করেন।
ক্রিসমাস হলো যীশু খ্রীষ্টের জন্মোৎসব। ২৫ ডিসেম্বর ধর্মীয় আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে এ দিন উদযাপন করা হয়।
রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।