যুক্তরাষ্ট্রের উইমেন বিল্ডিং পিস অ্যাওয়ার্ডের চূড়ান্ত তালিকায় ৯ জনের মধ্যে বাংলাদেশি আদিবাসী মানবাধিকার আন্দোলন কর্মী রানী ইয়ান ইয়ানের নাম রয়েছে। বুধবার এ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
মার্কিন ইন্সটিটিউট অব পিস (ইউএসআইপি) ২০২০ সালে এ পুরস্কারের প্রচলন করে। শান্তিতে যে সকল নারী টেকসই ও কার্যকর অবদান রেখে পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা ও পথ প্রদর্শনের আলো হিসেবে কাজ করেন, তাদের এ পুরস্কার প্রদান করে সম্মান জানানো হয়।
রানী ইয়ান ইয়ান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি চাকমা সার্কেল চিফের উপদেষ্টা এবং চাকমা জনগণের প্রথাগত রাণী।
আরও পড়ুন: নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সম্মিলিত প্রয়াস প্রয়োজন: স্পিকার
পার্বত্য অঞ্চলে আদিবাসী জনগণ দীর্ঘদিন ধরে সহিংসতা ও নির্যাতন ভোগ করছেন। এর ফলে অনেক আদিবাসী মারাও গেছেন বিভিন্ন সময়ে। ১৯৯৭ সালে একটি শান্তি চুক্তি হলেও এ অঞ্চলের আদিবাসীদের ভূমি ও বিভিন্ন মৌলিক অধিকারে সীমিত প্রবেশাধিকার রয়েছে। বহিরাগতদের দ্বারা আদিবাসী নারীদের ধর্ষণ এ অঞ্চলে নিত্য ঘটনা হয়ে উঠেছে।
এ সব পরিস্থিতিতে রানী ইয়ান ইয়ান আদিবাসী নারীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা এবং সমাজে তাদের নেতৃত্ব প্রদানে সহযোগিতা করছেন। হুমকি ও জীবনের ওপর হামলা হওয়া সত্ত্বেও রানী ইয়ান বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনকে সহযোগিতা করে যাচ্ছেন এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে একমঞ্চে ৩ বাংলাদেশি নারী
৩০ টিরও বেশি দেশ থেকে মার্কিন ইন্সটিটিউট অব পিস নারীদের মনোনয়ন গ্রহণ করে। পরে সেখান থেকে মার্কিন ইন্সটিটিউট অব পিস উইমেন বিল্ডিং পিস কাউন্সিল ৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে।