আদিবাসী
অস্তিত্ব বাঁচাতে মানবাধিকার সংস্থার দ্বারস্থ আমাজনের আদিবাসীরা
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আমাজন অঞ্চলে তেল ও গ্যাস প্রকল্প বন্ধের জন্য একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় অভিযোগ করেছেন অঞ্চলটির আদিবাসী নেতারা।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটসের (আইএসিএইচআর) এক শুনানিতে সেখানকার প্রকৃত অবস্থা তুলে ধরেন আদিবাসী নেতারা। এর আগে বেশ কয়েকবার পেরু সরকারের কাছে আমাজন বনাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান বন্ধের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি।
পরে আইএসিএইচআরের শুনানিতে ওই প্রকল্পের কারণে আমাজন বনে বসবাসকারী আদিবাসীদের জীবনে যেসব নেতিবাচক প্রভাব পড়ে, সেই সম্পর্কিত প্রমাণ তুলে ধরা হয়।
আরও পড়ুন: ব্রাজিলের আমাজনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
এই প্রকল্পগুলো তাদের ভূমি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তাদের অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন আদিবাসী নেতারা। এছাড়া, আন্তর্জাতিক আইনে, আমাজন অঞ্চলে কোনো প্রকল্প বাস্তবায়ন করার আগে আদিবাসী গোষ্ঠীদের সাথে আলোচনা বাধ্যতামূলক করা হলেও তা উপেক্ষা করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।
আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, পেরুর আমাজন অঞ্চলে কমপক্ষে ২০টি আদিবাসী গোষ্ঠী রয়েছে। এই আদিবাসীরা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আমাজনের সবচেয়ে দুর্গম অঞ্চলে বাস করেন।
সম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, পেরু সরকার তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য নিলামে তুলছে আদিবাসীরা যেসব অঞ্চলে বাস করছে সেখানকার ভূমি।
ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনাস অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, পেরুতে অবস্থিত আমাজনের প্রায় ৭৫ শতাংশ এলাকাতে তেল ও গ্যাস অনুসন্ধান চলছে। সেখানে প্রায় ২১টি আদিবাসী গোষ্ঠীর বাস করে। যারা সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন।
সারভাইবাল ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য একটি এলাকায় কাঠ কাটার সময়ে ওই অঞ্চলে বসবাসসরত আদিবাসী গোষ্ঠী মাসাকো-পিরোর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পেরু সরকারের কার্যক্রম চলমান থাকলে তা আদিবাসীদের জন্য কতটা হুমকি হতে চলেছে, তারই ইঙ্গিত ওই ঘটনা বহন করে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
আরও পড়ুন: ব্রাজিলের আমাজনে পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় শতাধিক ডলফিনের মৃত্যু
সংস্থাটির এক গবেষক টেরেসা মেয়ো বলেন, ‘পেরুতে ন্যায়বিচার পেতে ব্যর্থ হয়ে আদিবাসী সংগঠনগুলো আইএসিএইচআরের মতো আন্তর্জাতিক ফোরামের শরণাপন্ন হয়েছে।’
তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে পেরু সরকারের পক্ষ থেকে বলা হয়, পেরু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটির সরকার আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখার জন্য এবং সকল নাগরিকের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তারা জানায়, মানবাধিকার সংক্রান্ত বিষয়েও তারা গুরুত্বের সঙ্গে কাজ করছে সরকার।
তবে সরকারের দাবি সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন পেরুর আমাজন রেইনফরস্টের উন্নয়নে কাজ করা আন্তজার্তিক সংস্থা এআইডিইএসইপিয়ের সদস্য জুলিও প্যালাসিওস।
তিনি বলেন, আদিবাসী মানুষগুলোর অধিকারকে সম্মান করা হচ্ছে না। তেল ও গ্যাস অনুসন্ধানে কার্যক্রম চলমান রয়েছে।
সরকারের এই পদক্ষেপ জনজীবন থেকে বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর অস্বিত্ব হুমকিতে ফেলবে বলে মত দেন তিনি। আদিবাসীদের শুনানিতে অংশগ্রহণ করা একজন আইনজীবী জানান, ‘পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।’
আন্তজার্তিক আইনে ওই অঞ্চলগুলোতে যেকোনো কাজ করার আগে আদিবাসীদের সঙ্গে আলোচনার বিধান থাকলেও পেরু সরকার যে তা মানেনি তা ইতোমধ্যে স্পটষ্ট বলে মন্তব্য করেন তিনি। এই অভিযোগের ব্যাপারে পেরু সরকারের মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আইএসিএইচআর কমিশন পেরু সরকারকে এই অভিযোগগুলোর বিষয়ে লিখিত প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছে। বিশেষত তেল ছড়িয়ে পড়া মোকাবিলায় ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা করতে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে; তা জানতে চাওয়া হয়েছে।
৫৬ দিন আগে
বইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
২০২৫ সালের নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র বইয়ের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দটি রাখা ও বাদ দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে আন্দোলনকারীদের ওপর হামলা নিয়ে সরকার যে বিবৃতি দিয়েছে, তা সময়োপযোগী হলেও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শুধু তা-ই নয়, পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দিয়ে এনসিটিবি নিজেকে পতিত কর্তৃত্ববাদের দোসর ও পুনর্বাসনকেন্দ্র হিসেবে পরিচয় দিয়েছে বলে মনে করে সংগঠনটি।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ বিষয়ে ক্ষোভ জানিয়েছে টিআইবি।
বিবৃতিতে সরকারের উদ্দেশে টিআইবি বলেছে, জাতীয় ও আর্ন্তজাতিক সমালোচনাকে মিথ্যাচারের মাধ্যমে ধামাচাপা দেওয়ার জন্য বিশ্ববাসীকে বলতে চেয়েছিল— বাংলাদেশে আদিবাসী নেই। তারা উদ্দেশ্যমূলকভাবে স্বীকার করতে চায়নি যে, আদিবাসী পরিচয়ের মানদণ্ড কোনো জনগোষ্ঠী কোনো নির্দিষ্ট ভূখণ্ডে কতকাল ধরে বসবাস করছেন— তার ওপর নির্ভর করে না। তারা মানতে চায়নি যে, আদিবাসী হচ্ছেন মূলধারার সংখ্যাগরিষ্ঠের বাইরে এমন জনগোষ্ঠী, যারা তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রথাগত ও প্রাকৃতিক পরিবেশ-নির্ভর জীবনাচরণের ধারা বহাল রেখে নিজেদের আদিবাসী হিসেবে পরিচিত থাকতে চায়।
দুর্নীতিবিরোধী সংগঠনটি মনে করে, আদিবাসী পরিচয়ের এই ব্যাখ্যা যে বৈশ্বিকভাবে স্বীকৃত, তা না জানা এনসিটিবির জন্য লজ্জাজনক। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাসাপেক্ষে কোনোপ্রকার বিচার-বিবেচনা না করেই এক পক্ষের আবদারের দোসর হওয়া পতিত কর্তৃত্ববাদী সরকারের ফ্যাসিবাদী আচরণের প্রতিফলন ছাড়া আর কিছুই না।
একইসঙ্গে তা নজিরবিহীন রক্তপাত ও প্রাণহানির বিনিময়ে অর্জিত অন্তর্ভুক্তিমূলক বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে শুধু সাংঘর্ষিকই নয়, প্রতারণাও বটে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রকাশিত গতকালের প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। যারা ঐক্য, শান্তি ও আইনশৃঙ্খলার বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা সরকারের এ বার্তাকে সময়োপযোগী হিসেবে স্বাগত জানাই।’
‘তবে উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, এতে দৃশ্যত সচেতনভাবে শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিচয় হিসেবে আদিবাসী শব্দটি ব্যবহৃত হয়নি। যা জাতির উদ্দেশে প্রদত্ত প্রধান উপদেষ্টার গত ২৫ আগস্টের ভাষণে আদিবাসী পরিচয়বিষয়ক শব্দচয়নের সঙ্গে সাংঘর্ষিক। যদি এটি সচেতনভাবেই ঘটে থাকে, তাহলে কি এর মাধ্যমে কর্তৃত্ববাদী এজেন্ডা ও বয়ানের প্রতিফলন ঘটেছে বলে ধরে নিতে হবে না?’
আদিবাসী পরিচয়ের বস্তুনিষ্ঠ ব্যখ্যা ও এ বিষয়ে আন্তর্জাতিক চর্চার অনুসরণে অবস্থান নির্ধারণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আদিবাসী পরিচয় ব্যবহারের বিরোধী অন্য সব অংশীজনদের প্রতিও আমাদের একই আহ্বান।’
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু ১৫ বছরের কর্তৃত্ববাদী সরকারের পতনের মাধ্যমে সম্ভব নয়, কর্তৃত্ববাদ চেতনা ও এজেন্ডা এবং তার বলপূর্বক চাপিয়ে দেয়ার চর্চার আমূল পরিবর্তন অপরিহার্য।’
১০৩ দিন আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ
বুধবারের হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন আন্দোলনকারীরা। এরপর সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল শুরু করলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদ মিছিলটি আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় শিক্ষা ভবনের সামনে থেকে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। এ সময় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে লাঠিচার্জ শুরু করেন পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: এনসিটিবি কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে হামলা, আহত অনেকে
১০৪ দিন আগে
এনসিটিবি কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে হামলা, আহত অনেকে
২০২৫ সালের নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র বইয়ের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দটি রাখা ও বাদ দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
গত ১২ জানুয়ারি ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন এনসিটিবির কাছে বিক্ষোভ করলে গ্রাফিতিটি সরিয়ে ফেলা হয়।
এর প্রতিক্রিয়ায় পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে একটি দল।
অপরদিকে, জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে যায় স্টুডেন্ট ফর সভরেন্টি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় গ্রুপ এনসিটিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। তবে দুপুর ১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং পরবর্তীতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদল।
এ ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
পাহাড়ি আন্দোলনকারীদের প্রতিনিধি অলিক মৃ বলেন, স্টুডেন্ট ফর সভরেন্টি হামলা চালিয়ে আমাদের ১১ সদস্যকে আহত করেছে।
তার দাবি, এনসিটিবি পাঠ্যবইয়ে এবার ‘আদিবাসী’ লেখা গ্রাফিতি যুক্ত করেছিল। তার বিরুদ্ধে ‘মব’ তৈরি করা হয়। পরে আদিবাসী লেখা গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে। ওই গ্রাফিতি পুনর্বহাল করতে হবে।
এদিকে স্টুডেন্ট ফর সভরেন্টির আহ্বায়ক জিয়াউল ইসলাম বলেন, আদিবাসী শব্দটি কোনো জাতিগত পরিচয় নয়। কাজেই আদিবাসী শব্দের বিরোধিতা করলে রেসিজম (বর্ণবাদ) হয় না।
তার অভিযোগ, আমরা তাদের ওপর হামলা চালাইনি। তারাই আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের অন্তত ১৪ জনকে আহত করেছে।
আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা হলেন— রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা (২৫), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), ফুটন্ত চাকমা (২২), ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ডিবিসি টিভির সাংবাদিক জুয়েল মারাক (৩৫), শৈলী (২৭) ও ডোনায়ই ম্রো (২৫)।
এ বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহিমেনুল ইসলাম জানান, স্টুডেন্ট ফর সভরেন্টির সদস্যরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
১০৫ দিন আগে
নদীতে পড়ে আদিবাসী শিশুর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীর পানিতে পড়ে বিশাল হেম্রম নামে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) ঢেপা নদীর পাড়ে খেলা করার সময় ঘটনাটি ঘটে। এ সময় আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিশাল উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকদম গ্রামের অনিল হেম্রমের ছেলে। জীবিত উদ্ধার হয়েছে বৈঠক হেম্রমের ছেলে লয়েন হেম্রম।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঢেপা নদীর পাড়ে খেলার সময় শিশু বিশাল ও লয়েন পানিতে পড়ে গিয়েছিল। স্হানীয়রা লয়েনকে উদ্ধার করতে পারলেও মারা গেছে বিশাল হেম্রম।
তিনি বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় মুরগির খামারিকে ড্রেনের পানিতে চুবিয়ে হত্যা
৩০৮ দিন আগে
দিনাজপুরে আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্বনাথ টুডু নামে একজন আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে লাশটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
মৃত বিশ্বনাথ ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের কোশিগাড়ি গ্রামের মৃত রায়া টুডুর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বিশ্বনাথ ঘরে তৈরি চোলাই মদ চুয়ানিতে বুঁদ হয়ে থাকতেন। একা জীবন যাপনে অতিষ্ঠ হয়ে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে শিক্ষা অফিসের কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
ওসি জানান, শনিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধারের সময় শরীরে পচন ধরার লক্ষণ দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে আত্মহত্যা করেছেন তিনি।
এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
৩৯৬ দিন আগে
বীরগঞ্জে জেলের জালে আদিবাসী যুবকের লাশ
দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে মাছ ধরার সময় জেলের জালে শাকিল হেম্ব্রম (২২) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে নিখোঁজ ছিলেন তিনি।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর লাশ উদ্ধার, সংঘর্ষ-গাড়িতে আগুন
শাকিল হেম্ব্রম বীরগঞ্জে মাকড়াই গ্রামের হোপনা হেম্ব্রমের ছেলে।
শাকিলের বড় ভাই আরিফ হেম্ব্রম জানান, তার ছোট ভাই একজন ট্রাক্টর শ্রমিক। পাশাপাশি প্রতিদিন রাতে প্রতিবেশী সিদ্দিকুর আলম মোনার পুকুরে মাছ পাহারা দিত।
তিনি আরও জানান, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে মঙ্গলবার সারাদিন তার হদিস ছিল না। বুধবার সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ছোট ভাইয়ের লাশ উঠে আসে।
আরও পড়ুন: মাগুরায় দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মাকড়াই শাল বাগানের একটি পুকুরে সকালে মাছ ধরতে নেমেছিল জেলেরা। এসময় একটি লাশ জালে উঠে আসে। পরে জানা যায় লাশের নাম ও পরিচয়।
তিনি আরও জানান, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্টে কোনো আলামত দেখা যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি ২ যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ
৪৮৩ দিন আগে
দিনাজপুরে আদিবাসী নৈশ প্রহরীর লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে শুক্রবার দুপুরে একটি বাঁশঝাড় থেকে একজন আদিবাসী নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে নিখোজ ছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
নিহত ফিলিমন সরেন (৫৬) চিরিরবন্দরের পুন্ট্রি গুচ্ছগ্রামের সুবল সরেনের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পরিবারের সদস্যরা জানায়, ফিলিমন সরেন গমিরহাট তফসিলি হাইস্কুলের নৈশ প্রহরী। স্কুলে ডিউটি করতে যাওয়ার কথা বলে তিনদিন আগে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। শুক্রবার দুপুরের দিকে গমিরাহাট এলাকার একটি বাঁশঝাড়ে তার অর্ধগলিত লাশ পড়ে ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি লাশ দেখতে পেয়ে অন্যদের জানায়।
তিনি আরও জানান, বাড়ি থেকে স্কুলের সোজা পথের পরিবর্তে প্রায় দেড় কিলোমিটার দূরে লাশ পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার
৬৬৩ দিন আগে
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে অর্জিত অগ্রগতিকে স্বাগত জানাল জাতিসংঘ
বাংলাদেশ সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরাম।
নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ১৭ থেকে ২৮ এপ্রিল ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত ২২তম অধিবেশনের প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ করেছে ফোরামটি।
অধিবেশন চলাকালে ফোরামের বিভিন্ন সভায় বাংলাদেশ প্রতিনিধিদল তাদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অর্জনগুলোকে তুলে ধরে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের সদস্য এবং অন্যন্য ব্যক্তিবর্গও এ ফোরামের বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।
অধিবেশন শেষে ফোরামটি এ চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের উপস্থাপিত বিভিন্ন তথ্যকে স্বাগত জানায়।
একইসঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে আরও জোর প্রচেষ্টা চালানোর অনুরোধ করে।
আরও পড়ুন: জাতিসংঘের নারীর মর্যাদাবিষয়ক কমিশনে সর্বসম্মতিক্রমে সদস্য নির্বাচিত বাংলাদেশ
৭৩২ দিন আগে
আদিবাসীদের সমর্থন করতে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান আইন প্রণেতা
সংসদে তথাকথিত আদিবাসী ভয়েস তৈরির সরকারের প্রস্তাবকে সমর্থন করতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতৃত্ব থেকে একজন সিনিয়র আইনপ্রণেতা বিভক্ত হয়েছেন।
ভয়েস তৈরির জন্য অস্ট্রেলিয়ানরা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো এক সময় ভোট দেবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:তাইওয়ানে ৭০ চীনা সামরিক বিমান ও ১১ নৌ জাহাজ শনাক্ত
একটি নির্বাচিত দল যাকে সংসদে আদিবাসীদের স্বার্থের ওকালতি করার জন্য অভিযুক্ত করা হবে কিন্তু আইনে ভোট দেওয়া হবে না।
রক্ষণশীল লিবারেল পার্টির শ্যাডো অ্যাটর্নি-জেনারেল এবং আদিবাসী অস্ট্রেলিয়ানদের ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জুলিয়ান লিজার, যাতে তিনি ভয়েস তৈরির পক্ষে ওকালতি করতে পারেন। ছায়া মন্ত্রিসভার সদস্য হিসাবে লিজার সাংবিধানিক পরিবর্তনের বিরোধিতা করতে বাধ্য ছিলেন।
লিজার সাংবাদিকদের বলেছেন, ‘আমি বিশ্বাস করি ভয়েসের সময় এসেছে।’ ‘আমি স্থানীয় এবং আঞ্চলিক সংস্থাগুলো থেকে টানা একটি জাতীয় কণ্ঠে বিশ্বাস করি এবং আমি এই বছর যে গণভোট করা হচ্ছে তাকে সমর্থন করব।’
সিনিয়র আইন প্রণেতারা ভয়েস-এ পার্টি লাইন অনুসরণ করার জন্য বিরোধী দলের নেতা পিটার ডাটনের সমালোচনা করা হয়েছিল।
আদিবাসী অস্ট্রেলিয়ানদের জন্য প্রাক্তন মন্ত্রী কেন ওয়াট, ভূমিকাটি পূরণ করার জন্য প্রথম আদিবাসী আইন প্রণেতা ভয়েসের বিষয়ে তার অবস্থানের জন্য গত সপ্তাহে লিবারেল পার্টি র সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। গত বছর পার্লামেন্ট নির্বাচনে তার আসন হারান ওয়াট।
লিজার বলেছিলেন যে তিনি নেতা হিসাবে ডাটনের সমর্থক রয়েছেন।
লিজার বলেছিলেন, ‘আমি বিদ্বেষ বা তিক্ততা ছাড়াই পদত্যাগ করছি। আমি একজন অনুগত লিবারেল রয়েছি। পিটার ডাটনের নেতৃত্বে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
লিজার আরও বলেন, ‘ফ্রন্ট বেঞ্চার হিসাবে আজ আমার পদত্যাগ ব্যক্তিত্ব সম্পর্কে নয়। এটি বিশ্বাসের দড়ি দিয়ে বিশ্বাস রাখার চেষ্টা করা এবং আমি যা তার অংশ।’
উত্তর-পূর্ব উপকূল থেকে টোরেস স্ট্রেট দ্বীপপুঞ্জের আদিবাসী অস্ট্রেলিয়ানরা মূল ভূখণ্ডের আদিবাসী জনসংখ্যা থেকে সাংস্কৃতিকভাবে আলাদা। দুটি আদিবাসী অস্ট্রেলিয়ান জনসংখ্যার তিন দশমিক দুই শতাংশ এবং তারা দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত জাতিগোষ্ঠী।
ভয়েস মূলত ২০১৭ সালে আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীর আইনজীবীদের একটি গ্রুপ দ্বারা প্রস্তাবিত হয়েছিল।
আরও পড়ুন: আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প
দ. কোরিয়ার সমুদ্রতীরবর্তী শহরে দাবানল, পালিয়েছে শত শত মানুষ
৭৫০ দিন আগে