আদিবাসী
নদীতে পড়ে আদিবাসী শিশুর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীর পানিতে পড়ে বিশাল হেম্রম নামে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) ঢেপা নদীর পাড়ে খেলা করার সময় ঘটনাটি ঘটে। এ সময় আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিশাল উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকদম গ্রামের অনিল হেম্রমের ছেলে। জীবিত উদ্ধার হয়েছে বৈঠক হেম্রমের ছেলে লয়েন হেম্রম।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঢেপা নদীর পাড়ে খেলার সময় শিশু বিশাল ও লয়েন পানিতে পড়ে গিয়েছিল। স্হানীয়রা লয়েনকে উদ্ধার করতে পারলেও মারা গেছে বিশাল হেম্রম।
তিনি বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় মুরগির খামারিকে ড্রেনের পানিতে চুবিয়ে হত্যা
৪ মাস আগে
দিনাজপুরে আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্বনাথ টুডু নামে একজন আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে লাশটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
মৃত বিশ্বনাথ ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের কোশিগাড়ি গ্রামের মৃত রায়া টুডুর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বিশ্বনাথ ঘরে তৈরি চোলাই মদ চুয়ানিতে বুঁদ হয়ে থাকতেন। একা জীবন যাপনে অতিষ্ঠ হয়ে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে শিক্ষা অফিসের কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
ওসি জানান, শনিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধারের সময় শরীরে পচন ধরার লক্ষণ দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে আত্মহত্যা করেছেন তিনি।
এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
৭ মাস আগে
বীরগঞ্জে জেলের জালে আদিবাসী যুবকের লাশ
দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে মাছ ধরার সময় জেলের জালে শাকিল হেম্ব্রম (২২) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে নিখোঁজ ছিলেন তিনি।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর লাশ উদ্ধার, সংঘর্ষ-গাড়িতে আগুন
শাকিল হেম্ব্রম বীরগঞ্জে মাকড়াই গ্রামের হোপনা হেম্ব্রমের ছেলে।
শাকিলের বড় ভাই আরিফ হেম্ব্রম জানান, তার ছোট ভাই একজন ট্রাক্টর শ্রমিক। পাশাপাশি প্রতিদিন রাতে প্রতিবেশী সিদ্দিকুর আলম মোনার পুকুরে মাছ পাহারা দিত।
তিনি আরও জানান, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে মঙ্গলবার সারাদিন তার হদিস ছিল না। বুধবার সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ছোট ভাইয়ের লাশ উঠে আসে।
আরও পড়ুন: মাগুরায় দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মাকড়াই শাল বাগানের একটি পুকুরে সকালে মাছ ধরতে নেমেছিল জেলেরা। এসময় একটি লাশ জালে উঠে আসে। পরে জানা যায় লাশের নাম ও পরিচয়।
তিনি আরও জানান, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্টে কোনো আলামত দেখা যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি ২ যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ
১০ মাস আগে
দিনাজপুরে আদিবাসী নৈশ প্রহরীর লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে শুক্রবার দুপুরে একটি বাঁশঝাড় থেকে একজন আদিবাসী নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে নিখোজ ছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
নিহত ফিলিমন সরেন (৫৬) চিরিরবন্দরের পুন্ট্রি গুচ্ছগ্রামের সুবল সরেনের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পরিবারের সদস্যরা জানায়, ফিলিমন সরেন গমিরহাট তফসিলি হাইস্কুলের নৈশ প্রহরী। স্কুলে ডিউটি করতে যাওয়ার কথা বলে তিনদিন আগে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। শুক্রবার দুপুরের দিকে গমিরাহাট এলাকার একটি বাঁশঝাড়ে তার অর্ধগলিত লাশ পড়ে ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি লাশ দেখতে পেয়ে অন্যদের জানায়।
তিনি আরও জানান, বাড়ি থেকে স্কুলের সোজা পথের পরিবর্তে প্রায় দেড় কিলোমিটার দূরে লাশ পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার
১ বছর আগে
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে অর্জিত অগ্রগতিকে স্বাগত জানাল জাতিসংঘ
বাংলাদেশ সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরাম।
নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ১৭ থেকে ২৮ এপ্রিল ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত ২২তম অধিবেশনের প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ করেছে ফোরামটি।
অধিবেশন চলাকালে ফোরামের বিভিন্ন সভায় বাংলাদেশ প্রতিনিধিদল তাদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অর্জনগুলোকে তুলে ধরে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের সদস্য এবং অন্যন্য ব্যক্তিবর্গও এ ফোরামের বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।
অধিবেশন শেষে ফোরামটি এ চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের উপস্থাপিত বিভিন্ন তথ্যকে স্বাগত জানায়।
একইসঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে আরও জোর প্রচেষ্টা চালানোর অনুরোধ করে।
আরও পড়ুন: জাতিসংঘের নারীর মর্যাদাবিষয়ক কমিশনে সর্বসম্মতিক্রমে সদস্য নির্বাচিত বাংলাদেশ
১ বছর আগে
আদিবাসীদের সমর্থন করতে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান আইন প্রণেতা
সংসদে তথাকথিত আদিবাসী ভয়েস তৈরির সরকারের প্রস্তাবকে সমর্থন করতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতৃত্ব থেকে একজন সিনিয়র আইনপ্রণেতা বিভক্ত হয়েছেন।
ভয়েস তৈরির জন্য অস্ট্রেলিয়ানরা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো এক সময় ভোট দেবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:তাইওয়ানে ৭০ চীনা সামরিক বিমান ও ১১ নৌ জাহাজ শনাক্ত
একটি নির্বাচিত দল যাকে সংসদে আদিবাসীদের স্বার্থের ওকালতি করার জন্য অভিযুক্ত করা হবে কিন্তু আইনে ভোট দেওয়া হবে না।
রক্ষণশীল লিবারেল পার্টির শ্যাডো অ্যাটর্নি-জেনারেল এবং আদিবাসী অস্ট্রেলিয়ানদের ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জুলিয়ান লিজার, যাতে তিনি ভয়েস তৈরির পক্ষে ওকালতি করতে পারেন। ছায়া মন্ত্রিসভার সদস্য হিসাবে লিজার সাংবিধানিক পরিবর্তনের বিরোধিতা করতে বাধ্য ছিলেন।
লিজার সাংবাদিকদের বলেছেন, ‘আমি বিশ্বাস করি ভয়েসের সময় এসেছে।’ ‘আমি স্থানীয় এবং আঞ্চলিক সংস্থাগুলো থেকে টানা একটি জাতীয় কণ্ঠে বিশ্বাস করি এবং আমি এই বছর যে গণভোট করা হচ্ছে তাকে সমর্থন করব।’
সিনিয়র আইন প্রণেতারা ভয়েস-এ পার্টি লাইন অনুসরণ করার জন্য বিরোধী দলের নেতা পিটার ডাটনের সমালোচনা করা হয়েছিল।
আদিবাসী অস্ট্রেলিয়ানদের জন্য প্রাক্তন মন্ত্রী কেন ওয়াট, ভূমিকাটি পূরণ করার জন্য প্রথম আদিবাসী আইন প্রণেতা ভয়েসের বিষয়ে তার অবস্থানের জন্য গত সপ্তাহে লিবারেল পার্টি র সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। গত বছর পার্লামেন্ট নির্বাচনে তার আসন হারান ওয়াট।
লিজার বলেছিলেন যে তিনি নেতা হিসাবে ডাটনের সমর্থক রয়েছেন।
লিজার বলেছিলেন, ‘আমি বিদ্বেষ বা তিক্ততা ছাড়াই পদত্যাগ করছি। আমি একজন অনুগত লিবারেল রয়েছি। পিটার ডাটনের নেতৃত্বে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
লিজার আরও বলেন, ‘ফ্রন্ট বেঞ্চার হিসাবে আজ আমার পদত্যাগ ব্যক্তিত্ব সম্পর্কে নয়। এটি বিশ্বাসের দড়ি দিয়ে বিশ্বাস রাখার চেষ্টা করা এবং আমি যা তার অংশ।’
উত্তর-পূর্ব উপকূল থেকে টোরেস স্ট্রেট দ্বীপপুঞ্জের আদিবাসী অস্ট্রেলিয়ানরা মূল ভূখণ্ডের আদিবাসী জনসংখ্যা থেকে সাংস্কৃতিকভাবে আলাদা। দুটি আদিবাসী অস্ট্রেলিয়ান জনসংখ্যার তিন দশমিক দুই শতাংশ এবং তারা দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত জাতিগোষ্ঠী।
ভয়েস মূলত ২০১৭ সালে আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীর আইনজীবীদের একটি গ্রুপ দ্বারা প্রস্তাবিত হয়েছিল।
আরও পড়ুন: আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প
দ. কোরিয়ার সমুদ্রতীরবর্তী শহরে দাবানল, পালিয়েছে শত শত মানুষ
১ বছর আগে
দিনাজপুরে মেসির চাকায় পিষ্ট হয়ে আদিবাসী শিশুর মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে মেসি গাড়ির (ট্রাক্টর) চাকায় পিষ্ট হয়ে এক আদিবাসী শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিন্যাগাড়ী আদিবাসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শতাব্দী মুরমু (৩) ওই গ্রামের কন্জিলিউস মুর্মুর ছেলে।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) তপন দাস গুপ্ত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বড় বোনের সাইকেলে চড়ে রানীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার সময় মাটি বহনকারী মেসির চাকায় পিষ্ট হয়। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল চালক নিহত
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চূর্ণবিচূর্ণ
দিনাজপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ছাগলের অদ্ভুত ২ বাচ্চা!
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি ছাগল অদ্ভুত দুইটি বাচ্চার জন্ম দিয়েছে। রবিবার (০৬ নভেম্বর) নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ি হাটপাড়ায় এ অদ্ভূত ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার এক আদিবাসীর বাড়িতে পালিত একটি ছাগল তিনটি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা তিনটির মধ্যে দুইটি বাচ্চা অদ্ভুত। অন্য বাচ্চাটি সুস্থ ও স্বাভাবিক। ছাগলের বাচ্চাগুলো দেখতে দলে দলে লোক ছুটে যাচ্ছে ওই বাড়িতে।
ছাগলটির তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার চার পা ও দুই কান থাকলেও নেই নাক,দুটি চোখ একসাথে ও মাথায় একটি লাল বলের মতো টিউমার। আরেকটির চার পা ও দুই কান আছে, কিন্তু নাক ও জিহ্বা অস্বাভাবিক। দুইটি বাচ্চারই জিহ্বা বের হয়ে আছে।
আরও পড়ুন : ছাগলের সাথে বসবাস আম্পানে বিধ্বস্ত খাদিজার
স্থানীয়রা বলছেন, এর আগে তাদের এলাকায় ছাগলের এমন বাচ্চা আগে কখনো দেখেননি। বাচ্চা দুটি খেতে পারছে না।
১ বছর আগে
ভয়কে পেছনে ফেলে চট্টগ্রামে আদিবাসীর সাজে হাজির দুর্গা!
গত বছরের সাম্প্রদায়িক হামলার ক্ষত ও আতঙ্ককে জয় করে বন্দরনগরীর হিন্দু সম্প্রদায় এ বছর ধুমধাম ও সৃজনশীল থিমের মধ্যে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করছে।
শহরজুড়ে ২৮২টি মণ্ডপের মধ্যে একটি মণ্ডপ সবচেয়ে বেশি ভক্ত ও দর্শনার্থীদের আকর্ষণ করছে। আদিবাসী নারীর সাজে এখানে আবির্ভূত হয়েছেন দেবী দুর্গা।
দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ তার ৭৫তম বার্ষিকী উদযাপনে এই অনন্য থিম নিয়ে এসেছে। ‘পার্বণ’ (উৎসব) নামের মণ্ডপটি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবন ও সংস্কৃতিকে তুলে ধরছে।
দুর্গা ও তার চার সন্তান লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের পোশাকে দেশীয় সংস্কৃতির উদযাপন দৃশ্যমান হয়ে ওঠেছে। পুরো মণ্ডপটি বাঁশ, বাঁশের কারুকাজ করা দেয়াল এবং আদিবাসীদের দৈনন্দিন জীবন থেকে অনুপ্রাণিত অন্যান্য উপকরণ দিয়ে সজ্জিত করা হয়েছিল।
আরও পড়ুন: এক মণ্ডপে ১৫১টি প্রতিমা: দুর্গার পরিবারে আমন্ত্রিত যারা
থিম পরিকল্পনাকারী রাজিব বিশ্বাস রাজা বলেন, এবার পূজার থিমের নাম হচ্ছে পার্বণ। আদিবাসীদের জীবনধারা ও কর্মযজ্ঞ, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে এখানে। বাঁশ ও বাঁশের বেড়া দিয়ে সাজানো হয়েছে পুরো পূজা মণ্ডপকে। মণ্ডপে প্রায় ১৪ হাজার বাঁশ ব্যবহার করা হয়েছে। ভাবনা ও সৃজনে রয়েছেন বিশ্বজিৎ আইচ। পাঁচ মাস আগে থেকে আমরা এই কাজ শুরু করেছিলাম। দিন-রাত কাজ চালিয়ে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পেরে ভালো লাগছে। আশা করছি দর্শনার্থীদেরও কাছে আমাদের এই আয়োজন দৃষ্টিনন্দন হবে।
দুর্গা নিজেও মাথায় আদীবাসীদের মুকুট পরেছেন, বাঁশের তৈরি অলঙ্কার এবং তার শাড়ির মোটিফও দেশীয় ঐতিহ্য থেকে বেছে নেয়া হয়েছে। দেব-দেবী ছাড়াও অন্যান্য চরিত্র ছিল উপজাতীয় পুরুষ, মহিলা এবং শিশু। এদেরও উপজাতিদের পোশাক 'পিনন হাদি' পরানো হয়েছে। পূজা মন্ডপে বাদ্যযন্ত্রসহ নাচের মাধ্যমে উদযাপন করা হচ্ছে এ 'পার্বণ'।
দুর্গার নান্দনিক ও আদিম রূপের আভাস পেতে ইতিমধ্যেই দর্শনার্থীরা মণ্ডপে ভিড় করতে শুরু করেছেন।
এ বছর চট্টগ্রামের ১৫টি উপজেলায় মোট দুই হাজার ৬২টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে বলে চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন।
২ বছর আগে
বিশ্বের নিঃসঙ্গতম ‘গর্তের মানুষ’ এর মৃত্যু
ব্রাজিলের একটি বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর শেষ সদস্য মারা গেছেন। বিশ্বের এই নিঃসঙ্গতম ব্যক্তি ‘গর্তের মানুষ’ নামে পরিচিত ছিলেন।
গভীর গর্ত খনন করার জন্য তিনি ‘ম্যান অব হোল’ বা ‘গর্তের মানুষ’ নামে পরিচিত। গর্ত খুড়ে তিনি প্রাণীদের ফাঁদে ফেলতেন যেটিকে প্রাণীগুলো লুকানোর জায়গা মনে করতো।
লোকটির নাম জানা যায়নি, বিগত ২৬ বছর ধরে তিনি একা বসবাস করে আসছিলেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গত ২৩ আগস্ট কুঁড়েঘরের ঘরের বাইরে একটি হ্যামক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কোনো আক্রমণ বা আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
১৯৯৫ সালে এই আদিবাসীর ছয় সদস্য মারা যাওয়ার পর তিনিই একমাত্র বেঁচে ছিলেন। বলিভিয়া সীমান্ত এলাকার রন্ডোনিয়া রাজ্যের তানুরুতে এই আদিবাসীরা বসবাস করে আসছিলেন।
মনে করা হয়, ১৯৭০ দশকের শুরুতে রেঞ্জাররা তাদের ভূমি সম্প্রসারণের জন্য এই উপজাতির অধিকাংশ মানুষকে হত্যা করে।
ধারণা করা হচ্ছে ‘ম্যান অব দ্যা হোল’ ৬০ বছর বয়সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।
কর্মকর্তার বলছে, ওই এলাকায় কারও অনুপ্রবেশের কিংবা তার ঘরে বিরক্ত করার চিহ্ন নেই। তবে পুলিশ তদন্তের জন্য তার লাশটি নিয়ে গেছে।
ব্রাজিলের আইন অনুযায়ী, আদিবাসীদের ঐতিহ্যগত ভূমির অধিকার আছে, সুতরাং যারা সেই ভূমি কেড়ে নিতে চায় তারা তাদের হত্যা করে।
পড়ুন:বাংলাদেশ-ব্রাজিলের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর
ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই’র প্রতিনিধি ১৯৯৬ সাল থেকে তার নিরাপত্তার বিষয়টি তদারকি করতো।
ফুনাই’র সদস্য ২০০৮ সালে জঙ্গলে তার মুখোমুখি হলে একটি ছবি সংগ্রহ করেছিল। ফুটেজে দেখা
যায় সে কুড়াল সদৃশ্য কিছু একটা নিয়ে গাছে উঠছিল।
এরপর থেকে তাকে আর দেখা যায়নি। কিন্তু ফুনাই প্রতিনিধিরা গভীর গর্ত খুড়ে তৈরি করা তার কুঁড়েঘরে গিয়েছিল।
এর মূলে কিছু সূচারু জিনিস আছে যেগুলোকে প্রাণী শিকারের ফাঁদ মনে করা হয়। যখন
বহিরাগতরা তার দিকে আসত তখন এটি সে লুকানোর জন্য ব্যবহার করতো।
তার কুঁড়েঘরের আশপাশে এমন প্রমাণ মেলে যে সেখানে তিনি ভূট্টা, পেঁপে ও কলার মতো ফলমূল চাষ করতেন।
ব্রাজিলে ২৪০ টি আদিবাসী গোষ্ঠী আছে। যাদের অনেকে হুমকির মধ্যে রয়েছে। কারণ অবৈধ খনি শ্রমিক, কাঠুরে এবং কৃষকরা তাদের ভূখন্ড দখল করে নিয়েছে। সার্ভাইভাল ইন্টারন্যাশনাল সতর্ক করছে, আদিবাসীদের অধিকারের জন্য একটি গোষ্ঠী লড়াই করছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ব্রাজিলে ভূমিধসে কমপক্ষে ৯৪ জনের মৃত্যু
২ বছর আগে