যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের গুলিতে শেখ আবির হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি গবেষক নিহত হয়েছেন।
আমেরিকার স্থানীয় সময় শুক্রবার রাতে টেক্সাসের বিউমন্ট এলাকায় একটি দোকানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তিনি টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী ছিলেন। পাশাপাশি একটি খাবারের দোকানে খণ্ডকালীন কাজ করতেন।
নিহত আবির হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের শেখ আজিজুল হকের ছেলে।
আবিরের ভাই শেখ জাকির হোসেন জানান, ২০১৪ সালে আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাকোত্তরে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর শেখ আবির বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।
আবীরের স্ত্রী সানজিদা আলম মুজমদারের বরাত দিয়ে নিহতের ভাই জাকির হোসেন আরও জানান, আবির টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী ছিলেন। রাতে তিনি টেক্সাসের ক্রিস ফুড মার্টের একটি খাবারের দোকানে কাজ করতেন। শুক্রবার ওই দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে কয়েকজন। এ সময় আবির তাদের বাধা দেন।দুবৃর্ত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার মাথায় ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্ত্রী সানজিদা তাদের একমাত্র কন্যা আরশিয়াকে (২) নিয়ে নিউ ইয়র্কে তার মা-বাবার সঙ্গে থাকতেন। আর আবীর থাকতেন টেক্সাসে।
আবিরের মৃত্যুর খবর জানার পর তার বৃদ্ধা মা আনজুয়ারা বেগমের বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।
তিনি বার বার বলছেন, ‘আমার আবিরকে তোমরা এনে দাও। আমি আমার আবিরের মুখখানা দেখতে চাই।’