উত্তরাঞ্চল মঙ্গার মতো মৌসুমী দুর্ভিক্ষ যাতে আবার ফিরে না আসে সেটি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দিনব্যাপী সফরে সার্কিট হাউসে রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, ‘মঙ্গা যাতে আর এই অঞ্চলে ফিরে না আসে সে জন্য কাজ করুন।’
শেখ হাসিনা এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের গৃহীত প্রচেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: রংপুরে ২৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনগণ যাতে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারে, সেজন্য সরকারি কর্মকর্তাদের উদ্ভাবনী ধারণা তৈরিতে মনোযোগ দিতেও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে রংপুর অঞ্চল মঙ্গাপীড়িত হিসেবে পরিচিত ছিল। গত ১৪ বছরে সরকারের প্রচেষ্টায় রংপুর অঞ্চল থেকে মঙ্গা বিলুপ্ত হয়েছে। মঙ্গা যাতে চিরতরে বিলুপ্ত হয় তার জন্য আমরা ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি।’
আরও পড়ুন: রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমরা আপনাদেরকে নীতি, পরিকল্পনা এবং অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো যে কোনও প্রকল্প বাস্তবায়নের জন্য দিতে পারি। তবে, আপনাদেরকে তৃণমূলে থেকে প্রকল্পগুলো সম্পাদন করতে হবে। তাই, সবকিছু আপনাদের হাতে।’