রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রবিবার (১৪ মে) থেকে দেশব্যাপী এক কোটি নিম্ন-আয়ের পরিবারের কাছে ভর্তুকিযুক্ত হারে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি শুরু করবে।
শনিবার সকাল ১০টায় রাজধানীর বাড্ডা এলাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।
তিনি বলেন, টিসিবি ট্রাকের অবস্থান এবং সময় বিতরণের আগের দিন পারিবারিক কার্ডধারীদের জানিয়ে দেওয়া হবে।