রাজধানীর রমনায় ঐতিহ্যবাহী সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)।
শনিবার সংগঠনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে “অত্যন্ত উদ্বেগজনক ও ন্যক্কারজনক” বলে উল্লেখ করেছেন।
এর আগে, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গির্জার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। গির্জার ভেতরেও আরেকটি ককটেল ছুড়ে মারা হয়। পরে গির্জার ভেতর থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে পুলিশ।
নেতৃবৃন্দ বলেন, চলতি বছরের ৮ অক্টোবর তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চেও অনুরূপ হামলার ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে দেশের দুটি গুরুত্বপূর্ণ গির্জায় এমন নাশকতামূলক ঘটনা ঘটায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা বলেন, “রমনা ক্যাথেড্রালে হামলাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। এটি ধর্মীয় সম্প্রীতির ওপর সরাসরি আঘাত।”
বিবৃতিতে এসোসিয়েশন পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশের সব চার্চ, মিশনারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।