রাঙামাটি শহরে ভাঙচুরের ঘটনায় রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশার বন্ধ ঘোষণা দিয়েছে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি। শনিবার দিবাগত রাতে রাঙ্গাপানি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, আমাদের কমিটির সদস্য চালক আবুল হোসেন রাঙ্গাপানি-আসামবস্তি সড়কে একটি এলএনজি স্টেশন থেকে রিফিল নিয়ে ফেরার পথে গাড়িটিকে লক্ষ্য করে কয়েকটি পাথর ছোঁড়া হয়। এতে চালক আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিকদের ধর্মঘট
তিনি বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল থেকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা বন্ধ ঘোষণা করা হলো।
আরও পড়ুন: পরিবহন ধর্মঘটের তৃতীয় দিন: দুর্ভোগে যাত্রীরা
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছে।
এর আগে রাঙামাটি সদরের জীবতলী ইউনিয়নের আগরবাগান এলাকায় চাঁদার টোকেন না থাকায় একটি অটোরিকশা পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।
আরও পড়ুন: চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত, মৌলভীবাজারে সড়ক অবরোধ
একইদিন বিকালে চালক সমিতির নেতারা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। ওই ঘটনায় অপরাধীদের আটক, ক্ষতিগ্রস্ত চালককে নতুন অটোরিকশা প্রদান এবং সকল সড়কে নিরাপত্তা জোরদারসহ তিনদফা দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটির নেতারা।