রাজধানীতে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে বাড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৬৫)।
রবিবার দিবাগত মধ্যরাতে গুরুতর আহত অবস্থায় সালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে বাজার থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা, লাশ মিলল সুরমায়
নিহতের ভাতিজা সুজন জানায়, অটোরিকশা ছিনতাই করার আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ভারী বস্তু দিয়ে সালামের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন খবর দেয়। পরে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়।
সুজন আরও জানান, আব্দুস সালামের বাড়ি শেরপুরের সদর উপজেলায়। মেরুল বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তার ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করা হত্যা