রাজধানী শ্যামলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জেএমবি’ এর এক সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটক মো. জামাল উদ্দিন বা জামাল ইসলাম (৩৪), তার বাড়ি কুমিল্লা জেলায়।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
র্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল রবিবার দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী শিশু মেলা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মো. জামাল উদ্দিন বা জামাল ইসলামকে উগ্রবাদী বই ও লিফলেটসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জেএমবি’ এর একজন সক্রিয় সদস্য।
আরও পড়ুন: গাজীপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক
আটক জামাল উদ্দিন জানায়, সে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই ও প্রচারপত্র প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ ও প্রদান করতো।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।