বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের কয়েক ঘণ্টা আগে শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড এবং সায়েদাবাদ এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউসিয়া মার্কেটের ৪ নম্বর গেটের বিপরীতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের কাছে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
সেখানেও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান রোজিনা ইসলাম।
তিনি বলেন, দুটি ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:ঢাকার কাফরুলে বাসে আগুন
এছাড়া সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সায়েদাবাদ এলাকার জনপদ রোডে হানিফ ফ্লাইওভারের নিচে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
রোজিনা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের পথ সুগম করতে আওয়ামী লীগ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে রবিবার সকাল থেকে শুরু হচ্ছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধ।
রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ অবরোধ চলবে।
বর্তমান সরকারের পদত্যাগ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন তদারকির জন্য নির্দলীয় নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও ৪৮ ঘণ্টার অবরোধ পালন করবে।
আরও পড়ুন: রাজধানীর শ্যামলীতে বাসে আগুন