রাজধানীর কদমতলীর শ্যামপুর পালপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ছাত্রদলের দুই নেতা-কর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- ছাত্রদলের দুই কর্মী নয়ন ও আল আমিন।
র্যাব জানায়, তারা ঢাকা মহানগর দক্ষিণে নাশকতার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গাড়িতে আগুন লাগানোর জন্য তারা তাদের মোটরসাইকেল ব্যবহার করে পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করে এবং পেট্রোলবোমা তৈরি করেন।
তাদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোলবোমা, গান পাউডার, গ্লাস পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাব-১০ সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১৮টি ককটেল উদ্ধার র্যাবের
ফরিদ বলেন, তারা স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের নির্দেশে পেট্রোলবোমা ও ককটেল তৈরি করে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে সরবরাহ করে আসছিলেন।
নয়নের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় নাশকতা, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।