রাজধানীর বংশালের হাজী ওসমান গনি রোড আলু বাজারে ৬ তলা ছাদ থেকে পড়ে উড়াইশিদ ইসলাম ওরফে আয়ান চৌধুরী (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে (ওয়ান স্টপ) জরুরি বিভাগে দুপুর পৌনে ৩টায় মারা যায় শিশুটি।
শিশুটির চাচা মো. মাসুম মিয়া বলেন, আজ দুপুরে জোহর নামাজের সময় আমি মসজিদে ছিলাম। আমার ভাতিজা ছয়তলা থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাতিজা মারা যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৫
তিনি আরও বলেন,আমি বুঝে উঠতে পারছি না। কারণ আমাদের ছয় তালার ছাদ বাউন্ডারি দেওয়া। তার উপর গ্রিল সে কী করে পড়লে? এটা আমাদের মাথায় আসে না। আমাদের বাসা বংশাল থানার হাজী ওসমান গনি রোড আলুর বাজার ৯২/১ ছয়তলা ভবনের দ্বিতীয় তলায়। বাবা মায়ের সঙ্গে থাকত সে। তার বাবা আমিনুল ইসলাম ওরফে ইমন চৌধুরী অটো পার্সের ব্যবসায়ী।
নিহত শিশুটি বাংলাবাজার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।