রাজধানীর বনানীতে মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফোরণে যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দমকল কর্মকর্তারা জানিয়েছেন, মোটরসাইকেলের ট্যাংক বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে আসা একটি যাত্রীবাহী বাস মহাখালী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। নৌবাহিনী সদর দপ্তরের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে চাকা চলে যায়।
তিনি বলেন, ‘বাসটি মোটরসাইকেলটিকে কিছুটা দূরে টেনে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, নিচে মোটরসাইকেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে গেছে।’
আরও পড়ুন: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে আগুন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তারা নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, বাসে যাত্রী খুব কম ছিল। এ কারণে বাসের কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানা গেছে।
আরও পড়ুন: ঢাকার শ্যামবাজার টার্মিনালে লঞ্চে আগুন