বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুটি পাচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী পাচুরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামের ওহাব আলী শেখের ছেলে।
ঘটনাস্থল থেকে নাইন এমএম বোরের বিদেশি একটি পিস্তল, একটি দোনালা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ।
জেলা ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভুইয়ার ভাষ্য, রাতে কুটি পাচুরিয়া এলাকায় একদল চরমপন্থী অবস্থান করছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও মোহাম্মদ আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘বন্দুকযুদ্ধে’ জিয়াউল ও রমজান নামে পুলিশের দুই সদস্য আহত হন। মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেন ওসি।