রাজশাহীতে দেশের গৃহঋণ প্রদানকারী সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) যাত্রা শুরু করেছে।
সম্প্রতি রাজশাহী শহরের মনি চত্বরের দুলাল টাওয়ারে (চতুর্থ তলায়) প্রতিষ্ঠানটির ১৩তম শাখার উদ্বোধন করেন ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন।
উদ্বোধন শেষে সিইও নাসিমুল প্রকাশ করেন যে ডিবিএইচের রাজশাহী শাখা এই অঞ্চলে আবাসন খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং পাশাপাশি কোম্পানির ব্যবসা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: এনবিএফআই ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেলো ডিবিএইচ
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন, ডিবিএইচ’র ডিএমডি ও হেড অব ক্রেডিট এ কে এম তানভির কামাল, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ও রিকভারি সাইয়াফ এজাজ, হেড অব লোন অপারেশনস মো. জাকারিয়া ইউসুফ, হেড অব ডিপোজিটস, বিজনেস প্ল্যানিং ও অল্টারনেট চ্যানেলস সাবেদ বিন আহসান, ব্রাঞ্চ ইন-চার্জ মো. আশিকুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৯৯৬ সালে যাত্রা শুরুর পর গত ২৫ বছর ধরে ডিবিএইচ দেশের আবাসন খাতে ঋণ সুবিধা দিয়ে আসছে। কোম্পানিটি ধারাবাহিকভাবে বিগত ১৬ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে।