জামিন বাতিল চেয়ে দুদকের করা ফৌজদারি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
ভার্চুয়াল আদালতের কার্যক্রম শেষে নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আদালতে আজ দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলমগীর হোসেন ও মো. কায়সার জাহিদ।
এর আগে গত ১৭ মে ঢাকার বিশেষ জজ আদালত নং ৬ ভার্চুয়াল কোর্ট তাকে জামিন দেন। এরপর জামিন বাতিল চেয়ে দুদক ফৌজদারি রিভিশন আবেদন করেন হাইকোর্টে। আজ ভার্চুয়াল আদালত নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেন।
সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মুহ. মাহবুবুল আলম।
ওই মামলায় দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালের ১ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠায় দুদক। তখন কারাগার থেকে সম্পদের কোনো হিসাব দিতে পারবেন না বলে জানিয়ে দেন সোহেল রানা। এরপরই আয়কর বিভাগ থেকে তার সম্পদ ও আয়ের তথ্য সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধ্বসে পড়ে এতে ১১৭৫জন শ্রমিক নিহত ও দুই হাজারের বেশি শ্রমিক আহত হন। বাংলাদেশের ইতিহাসে এটিই হল সবচেয়ে বড় শিল্প দূর্ঘটনা।