রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩য় বর্ষের এক ছাত্রীকে বুধবার দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকার বাশার রোডে যৌন হয়রানির ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে টিউশনে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
আরও পড়ুন: রাবি শিক্ষকের বিরুদ্ধে এমপি শিমুলের মামলা
লিখিত বক্তব্যে বলা হয়, নগরীর টিকাপাড়া এলাকার বাশার রোডে এক অপরিচিত ব্যক্তি হঠাৎ তাকে পেছন থেকে চেপে ধরে তার যৌন হয়রানি করতে থাকে। এই সময় তিনি চিৎকার শুরু করল অপরিচিত লোকটি তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী ছাত্রী অভিযুক্তের শাস্তি দাবি করেন এবং নিজের নিরাপত্তা চেয়েছেন।
ভুক্তভোগী বলেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে সে স্থানীয় বলে মনে হয়। আমি লোকটিকে দেখলে স্পষ্টভাবে শনাক্ত করতে পারবো।
আরও পড়ুন: রাবি ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর কারাদণ্ড
প্রক্টর অধ্যাপক আশাবুল হক বলেন, আমরা ইতোমধ্যে ভুক্তভোগীকে সহায়তা করতে একজন সহকারী প্রক্টরকে নির্দেশ দিয়েছি।
এই বিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ইউএনবিকে বলেন, ভুক্তভোগীর নিরাপত্তার সমস্যার কারণে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না।