বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নামে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট শনাক্ত করেছে মার্কিন দূতাবাস।
দূতাবাস টুইট করেছে,‘প্রিয় অনুসারীরা, দয়া করে মনে রাখবেন রাষ্ট্রদূত পিটার হাসের কোনো ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট নেই।’
অনুসারীদের এই ছদ্মবেশী অ্যাকাউন্ট @PeterHaasAmb কে আনফলো করে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
দূতাবাসের আপডেট এবং রাষ্ট্রদূত হাসের কার্যকলাপের তথ্যের জন্য, অনুসারীদের @usembassydhaka অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: মানবাধিকারের উন্নয়নে ঢাকার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইইউ,বলছে সরকারি সূত্র
বাংলাদেশসহ সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত: মার্কিন পররাষ্ট্র দপ্তর