রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব নিয়োগ পাওয়ার পর এই দায়িত্বে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. সরওয়ার আলম। সচিব পদমর্যাদায় তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনের প্রেস উইংয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে বিদায়ী প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
এর আগে গতকাল (সোমবার) মো. সারওয়ার আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে স্নাতক ও পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ফেনীর কৃতি সন্তান সরওয়ার আলম।
এরপর ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহমেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদেরও উপ-প্রেস সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
পরবর্তী সময়ে দীর্ঘদিন কর্মবঞ্চিত থাকার পর ২০২২ সালে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) এবং ২০২৩ সালে অবসরে যান এই কর্মকর্তা।