চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কারণ এই প্রকল্পটি সম্পূর্ণভাবে মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাস্তবায়িত হচ্ছে।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, ‘সরঞ্জাম, জনবল ও অর্থ (প্রকল্পের জন্য) একক চ্যানেলের মাধ্যমে আসছে। এখানে কোনো তৃতীয় পক্ষ জড়িত নয়। সুতরাং, প্রকল্পটিতে সরাসরি কোনো প্রভাব পড়বে না।
বৈঠকে রাশিয়ার নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে যুদ্ধ ও এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ যেকোনো যুদ্ধের বিপক্ষে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আমরা একটি শান্তিপ্রিয় দেশ। আমরা শান্তি চাই।
তারা যুদ্ধ করলেও দুই দেশই বাংলাদেশের বন্ধু বলে মন্তব্য করেন তিনি।